Site icon Jamuna Television

রাষ্ট্র সংস্কারে সকলের পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে দরকার রাষ্ট্র সংস্কার। আর এ কাজে সবার থেকে পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ও বোস সেন্টার অফ অ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

৪ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, এমন দেশ গড়ে তোলা হবে যাতে বিশ্বই বাংলাদেশের কাছে আসে।

আগামীকাল থেকে ১০ নভেম্বর পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সায়েন্টিফিক সেশন চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, জাপান, হংকং, ভারত, পাকিস্তান ও নেপালের বিজ্ঞানীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

/এমএইচ

Exit mobile version