Site icon Jamuna Television

আখাউড়ায় শুল্ক ফাঁকির মামলায় ভারতীয় যুবকসহ ২ জনকে কারাগারে প্রেরণ

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুল্ক ফাঁকির মামলায় ভারতীয় যুবকসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা আদালত এই আদেশ দেন।

তারা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দক্ষিণ রামনগর গ্রামের বাসিন্দা মো. রাজিব মিয়া ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের রোকসানা আক্তার।

এর আগে, গতকাল বুধবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই পুকুর পাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৩৮টি থ্রি পিসসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, তারা বৈধ পাসপোর্ট নিয়ে ভারত থেকে আখাউড়ায় আসেন। এ সময় তাদের বহনকৃত লাগেজে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা কাপড় উদ্ধার করা হয়।

/আরএইচ

Exit mobile version