Site icon Jamuna Television

নির্বাচন কমিশন: সার্চ কমিটির কাছে নাম জমা দিলো গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশনে গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীতি নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সচিবালয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ বিভাগে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ একটি প্রতিনিধি দল এ নাম জমা দেন।

পরে সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানান, নির্বাচন কমিশনে এমন মানুষ নিয়োগ দেয়া যাবে না যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। ইসিতে নূন্যতম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়োগের দাবিও জানান তিনি।

জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও সাবেক আমলাসহ ছয়জনের নাম ইসিতে জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। এর আগে, গত রোববার নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলো সার্চ কমিটি।

/এমএইচ

Exit mobile version