Site icon Jamuna Television

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও সংস্থাটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং এর সদস্যরা একযোগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দেন।

পদত্যাগ করা সদস্যরা হলেন— মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. তানিয়া হক।

২০২২ সালের ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ড. কামাল উদ্দিন আহমেদ। এর আগে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

/এমএন

Exit mobile version