Site icon Jamuna Television

ম্যাচ চলাকালীন অধিনায়কের ওপর ‘ক্ষেপে’ মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান পেসার যোসেফ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ চলাকালীন মাঠ থেকে বেরিয়ে গেছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। এমন অদ্ভুদতুরে ঘটনা ঘটলো বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে। এই ম্যাচে ৮ উইকেটের জয় পেয়ে ২-১ এ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে জোসেফের আচরণ।

ব্যাট করছিল তখন ইংল্যান্ড। চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। ঘটনাটির সূত্রপাত মূলত এখানেই। ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। পরেই জোসেফের বলে দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স। এসময় রাগের মাথায় কিছু একটা বলতে থাকেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেজায় নাখোশ এই পেসার।

সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। তাতেও যেন কমছিল না তার রাগ। ভেতরে জ্বলছিল বারুদ…যার ফলেই ওভার শেষ করে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান এই উইন্ডিজ পেসার। যদিও মাঠ থেকে বের হয়ে আসার আগে হাত তুলে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেন কোচ ড্যারেন সামি। কিন্তু কে শোনে কার কথা! হতভম্ব হয়ে পড়েন অধিনায়ক ও বাকি সতীর্থরা।

১০ জনের দলে পরিণত হয় উইন্ডিজ টিম। ধারাভাষ্যকারদের কণ্ঠেও ছিল সেই ঘটনার রেশ। বলতে শোন যায়-এসব কাজ মাঠে না করে দরজার পেছনে করা উচিত।

ম্যাচ শেষে অধিনায়ক হোপের কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল মাঠে। কিন্তু এ ব্যাপারে মুখে কুলুপ দিয়ে রেখেছিলেন হোপ। শুধু বলেছেন– খেলায় এমনটি হতেই পারে। যদিও ড্যারেন সামির সাফ জবাব -ক্রিকেট মাঠে এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

Exit mobile version