Site icon Jamuna Television

আরাকান আর্মির হাতে আটক ২০ জেলেকে ফেরত আনলো বিজিবি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নাফ নদী দিয়ে আটক জেলেদের বিজিবির নিকট হস্তান্তর করে আরাকান আর্মি।

পরে তাদের টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটিঘাটে নিয়ে যায় বিজিবি সদস্যরা। সেখানে আগে থেকেই অপেক্ষারত জেলেদের স্বজনরা তাদের ঘরে নিয়ে যায়।

এর আগে, মঙ্গলবার নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যাংদিয়া পয়েন্ট থেকে মাছ ধরার সময় নৌকাসহ ২০ মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। অবশেষে তারা মুক্তি পেলেন।

Exit mobile version