Site icon Jamuna Television

অসুস্থতার কারণে নির্বাচন করবেন না ড. কামাল, মনোনয়ন জমা হবে দলীয়ভাবে

জোটগতভাবে নয়, আপাতত দলীয়ভাবে মনোনয়ন জমা দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনা সাপেক্ষে জোটের প্রার্থী চুড়ান্ত করে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে মির্জা ফখরুল এসব তথ্য জানান।

এসময় ফখরুল জানান, অসুস্থতার কারণে ড. কামাল নির্বাচন করবেন না। আসন বণ্টন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৈঠক শেষে গণফোরাম নেতা মোস্তফা মোহসিন মন্টু বলেন, জোটের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে দলগুলোর যাতে সামঞ্জস্য থাকে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইভিএম নিয়ে এত কথা বলার পরেও কমিশন বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক। কমিশনের একজনের আত্মীয় নির্বাচন করছে, যা সন্দেহের উদ্রেক করছে।

Exit mobile version