Site icon Jamuna Television

তিন বিচারপতিকে নিয়ে সংবাদ মিথ্যা ভিত্তিহীন: সুপ্রিমকোর্ট প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি

‘তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ মর্মে একটি বেসরকারি টিভি চ্যানেলে যে সংবাদটি সম্প্রচারিত হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ‘তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ মর্মে খবরটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আজ সন্ধ্যায় সম্প্রচারিত হয়। বিষয়টি সুপ্রিম প্রশাসনের গোচরীভূত হয়েছে। ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকলেও অদ্যাবধি রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো বিচারপতি সম্পর্কে কোনো অভিযোগ পাঠায়নি।

বিজ্ঞপ্তিতে গণসংযোগ কর্মকর্তা জানান, ‘সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃক সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সবার অবগতির জন্য প্রচারের জন্য অনুরোধ করা হলো।’

/এমএইচ

Exit mobile version