Site icon Jamuna Television

নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির সাজাপ্রাপ্ত পাঁচ নেতা

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আবদুল ওয়াদুদ ভূইয়া, আবদুল ওহাব ও মশিউর রহমানের সাজা স্থগিতের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আর এই সাজা স্থগিতের আবেদন খারিজ হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না তাঁরা।

বিচারিক আদালতে ২ বছরের সাজা হলে আপিল বিচারাধীন অবস্থায় কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা এমনটাই জানিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট আরও জানান, আপিল বিভাগ থেকে দণ্ড স্থগিত বা জামিন হলে নির্বাচনে অংশ নিতে পারবে।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Exit mobile version