Site icon Jamuna Television

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: মৌ রানী দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ রানী দাস নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে সিলেট বিভাগীয় নারী ফুটবল দলের খেলোয়াড়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্থানীয় ফুটবল কোচ রাকিব ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে মৌ সবার ছোট। সে জেলা ও বিভাগীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর তার নিজ বসত ঘরের ধান রাখার জায়গা থেকে মৌয়ের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

কোচ রাকিব জানান, সে ২০১৯ সাল থেকে সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগীয় দল, ঢাকা বিভাগের বিভিন্ন লীগ ও বিকেএসপির হয়ে খেলায় অংশগ্রহণ করতো। ‘আমার স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের’ প্রতিষ্ঠা লগ্নের খেলোয়াড়। গতকাল সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

/এটিএম

Exit mobile version