Site icon Jamuna Television

৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেন সৌদির ‘আলী চাচা’

৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছেন এক প্রবীণ। এমন কাণ্ড বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই বলছেন, শিক্ষার কোন বয়স নেই, এই প্রবীণই তার জলজ্যান্ত প্রমাণ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের জাজানে প্রথম সেমিস্টারের শেষে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন আলী জাধমি নালের ওই প্রবীণ।

তিনি ‘আলী চাচা’ নামে বেশ পরিচিত। এই বয়সে পড়ালেখা করার আগ্রহ নিয়ে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে স্কুলে ফিরে আসতে তিনি কোন অসুবিধার সম্মুখীন হননি।

স্কুলে তার সহপাঠী তরুণ ছাত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সৌদি টেলিভিশন আল এখবারিয়ার সাথে একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে তিনি মিডল স্কুলের একজন শীর্ষ শ্রেণীর ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে বেশ আগ্রহী তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার কোন বয়স নেই। বিশেষকরে, বার্ধক্য অধ্যয়ন ও জ্ঞান অর্জনের জন্য কোন বাধা নয়। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা যেতে পারে।

তিনি বৃদ্ধদের পড়াশুনা করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষা কোন বয়স জানে না। তার এই পদক্ষেপে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি ক্লাসে ফিরে গিয়েছেন ১০২ বছর বয়সী ফাতেমা জায়েদ। তিনি স্থানীয় একটি সাক্ষরতা কোর্সে যোগদান করেন।

দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আল বাহা অঞ্চলের অংশ আল মাখাওয়াহ গভর্নরেটের গ্রীষ্মকালীন কোর্সে, ফাতেমা, তার ৯৫ বছর বয়সী বোন, তিন মেয়ে এবং এক ভগ্নিপতির সাথে যোগ দিয়েছেন ক্লাসে।

/এআই

Exit mobile version