Site icon Jamuna Television

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

ফাইল ছবি।

বেনাপোল করেসপনডেন্ট:

বেনাপোল বন্দরে ভারত থেকে পন্য নিয়ে আসা দিনেশ চাদঁ যাদব (৫২) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে দুই দেশের আমদানি-রফতানি গেটে তার মৃত্যু হয়।

মারা যাওয়া দিনেশ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ভারত থেকে তুলা ভর্তি ট্রাক নিয়ে বাংলাদেশে আসেন যাদব। এরপর বেনাপোল বন্দরের একটি গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন তিনি। তার সাথে থাকা চালকরা জানান, রাতে কোনো একসময় তিনি স্ট্রোক করেছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত তাকে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাকে নিতে অনেকটা দেরি করে ফেলে। ফলে দুই দেশের আমদানি-রফতানি গেটেই তিনি মারা যান।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ভারতের বন্দর কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

/আরএইচ

Exit mobile version