Site icon Jamuna Television

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু, এরপরই বাংলাদেশ শিবিরে একের পর এক হার। ভারত সফরে হোয়াইটওয়াশ হবার পর সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তাসকিন-মোস্তাফিজরা। এমন পরিস্থিতিতে তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে শান্তরা।

ম্যাচের আগের দিন আজ গণমাধ্যমের সামনে আসেন মেহেদী হাসান মিরাজ। তার মতে বাংলাদেশ প্রায় সাত-আট মাস পর ওয়ানডে খেলতে নেমেছে। পাশাপাশি শারজার এই মাঠও অচেনা। ২৯ বছর এখানে ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। সবমিলিয়ে ইনিয়েবিনিয়ে মিরাজ যেন বোঝাতে চাইলেন, লম্বা বিরতির পর নামাতেই সমস্যা হয়েছে ক্রিকেটারদের। তবে, আশার কথাও শোনালেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।

মিরাজ বলেন, আমরা একটা ম্যাচ খেলেছি এখানে। এই মাঠে খেলার পর একটা ধারণা হয়েছে এখানকার অবস্থা সম্পর্কে। আমরা ওয়ানডেও খেলেছি সাত-আট মাস পরে। সবাই অনুশীলনে জোর দিচ্ছে, ম্যাচে কীভাবে মোমেন্টাম নিতে হয়। পরের দুই ম্যাচ না ভেবে, দ্বিতীয় ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি সবাই।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

/এমএইচআর

Exit mobile version