Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিকী ছবি।

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। এ ঘটনার পর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাজারের ব্যবসায়ীরা জানান, হিরালাল দেবনাথ কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। ব্যবসার কার্যক্রম শেষ করে প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল দেবনাথ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির পাশে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে দিয়ে সামনের দিকে যায় তার ছেলে। এ সময় দুর্বৃত্তরা হিরালাল দেবনাথকে আটকে তার বুকে দুইটি ছুরিকাঘাত করে। পরে তার তার ছেলে প্রীতম দেবনাথ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হিরালাল দেবনাথকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বাজারের প্রতিবেশী কাপড়ের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে দাবি করেছেন নিহতের ছেলে প্রীতম দেবনাথ। তিনি জানান, তাদের দোকানের সামনে প্রায়ই ব্যবসায়ী যতন দেবনাথরা কাপড় ঝুলিয়ে রাখে। এতে দোকানের সামনে অন্ধকার থাকে। এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয়। এর জেরে রাতের অন্ধকারে তার বাবাকে ছুরিকাঘাত হত্যা করে যতন দেবনাথ ও তার সহযোগীরা। এমনটাই দাবি তার।

এদিকে, ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক রয়েছে বলে জানা গেছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। তার বুকে দুটি ছুরিকাঘাত রয়েছে।

সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএস

Exit mobile version