Site icon Jamuna Television

কুপ্রস্তাব দেয়ায় রুবেলকে ডেকে নেয় শ্রাবণী, হত্যা করে বিজয়

মানিকগঞ্জ করেসপনডেন্ট:

মানিকগঞ্জের সিংগাইরে কৃষি শ্রমিক রুবেল হত্যা মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা শিকার করেছেন।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) র‌্যাব-৪ এর একটি দল রুবেল (৩৬) হত্যার মূলহোতা মো. বিজয় (১৯) ও মোছা. শ্রাবনী আক্তারকে (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতার বিজয়ের সাথে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক ছিলো। ৫ দিন আগে কৌশলে শ্রাবণীর মোবাইল থেকে স্পর্শকাতর কিছু ছবি নিজের মোবাইলে নেয় রুবেল মিয়া। এরপর শ্রাবণীকে অনৈতিক প্রস্তাব দেয়।

বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয় বিজয়। রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এরপর গত ৬ নভেম্বর শ্রাবণীকে দিয়ে রুবেলকে নদীর পাড়ে ডেকে নেয়া হয়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও ছুরিকাঘাতে রুবেলকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা।

নিখোঁজের দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে ফোর্ডনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে র‍্যাব ও পুলিশ।

/এমএইচ

Exit mobile version