Site icon Jamuna Television

স্বর্ণের বারসহ এবার হাতেনাতে ধরা পড়লেন বিমানকর্মী

শাহজালাল বিমানবন্দরে আজ শনিবার ভোরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক এবং কাজী কামরুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুল্ক গোয়েন্দার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোর সাড়ে চারটায় কামরুল ইসলাম কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় আসেন। বোর্ডিং ব্রিজে যাত্রী সাথে থাকা ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ বিমানকর্মী ওমর ফারুকের কাছে গোপনে হস্তান্তরের আগে উভয়কে ধরে ফেলেন গোয়েন্দারা।

গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

Exit mobile version