Site icon Jamuna Television

এবারও রোজায় ঢাকায় খেজুর-ছোলাসহ পাঁচ পণ্য বিক্রি করবে টিসিবি

আসন্ন রমজান মাসে ঢাকায় সাশ্রয়ী মূল্যে ৫টি এবং ঢাকার বাইরে ৪টি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এজন্য সার্বিক প্রস্তুতিও নিয়েছে সংস্থাটি। রমজানে পণ্য সরবরাহে কোনও ঘাটতি হবে বলে জানিয়েছেন টিসিবির মুখাপাত্র হুমায়ূন কবির।

শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

টিসিবির মুখপাত্র বলেন, ট্রাকের মাধ্যমে সারাবছর ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বিতরণ করা হয়। এর বাইরে রমজানে ঢাকায় ছোলা ও খেজুর দেয়া হবে। আর ঢাকার বাইরে ৩ পণ্যের সাথে বাড়তি ছোলা বিতরণ করা হবে।

এসব পণ্য সংগ্রহে টেন্ডার ও দরপত্র চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়। স্বচ্ছতার জন্য জানুয়ারি থেকে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে।

রাজনৈতিক পট পরিবর্তনে ডিসিদের রদবদল এবং কাউন্সিলাররা কার্যালয়ে না থাকায় তদারকি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন হুমায়ূন কবির। ডিলারদের অনিয়মের বিষয়েও তদন্ত করার কথা বলেছেন তিনি।

/এমএন

Exit mobile version