Site icon Jamuna Television

রাজধানীর বিভিন্ন পয়েন্টে কাল থেকে শুরু হচ্ছে সুলভ মূল্যে ডিম বিক্রি

আগামীকাল রোববার থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শুরু হচ্ছে সুলভমূল্যে ডিম বিক্রি। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্কে’র বিষয় ছিল ‘বাজার অস্থিরতা’।

বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। সেখানেই তিনি জানান, রোববার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাব সেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি।

এ সময় তিনি আরেও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে- এমনটাই তার প্রত্যাশা।

/এনকে

Exit mobile version