Site icon Jamuna Television

চন্দনাইশে কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলা মার্ক লিমিটেড যৌথভাবে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় তিন দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধন করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। কর্মশালায় কৃষিযন্ত্র প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের ওপর স্থানীয় কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি কৃষিযন্ত্র উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণের ওপরও প্রশিক্ষণ নেন কৃষকরা।

তাছাড়া, প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার, ওয়েল্ডিং, পাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং, গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট, সুপারভাইজিং, মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়েও শেখানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।

/আরএইচ

Exit mobile version