Site icon Jamuna Television

গুলিস্তানে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আগামীকাল রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৯ নভেম্বর) রাতে প্লাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার বেলা ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ গণজমায়েত কর্মসূচি পালন করা হবে।

এর আগে, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে আগামীকাল রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

/আরএইচ

Exit mobile version