Site icon Jamuna Television

লো স্কোরিং থ্রিলার জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (৯ নভেম্বর) ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকদের ১৩৬ রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। শূন্য রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার কুসল মেন্ডিস। এরপর ইনিংসের সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন পাথুম নিসাঙ্কা ও কুসল পেরেরা। ব্যক্তিগত ১৯ রানে ফাউলকসের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাথুম নিসাঙ্কা।

দলীয় স্কোরবোর্ডে আর ১২ রান যোগ হতেই বিদায় নেন কুসল পেরেরা। কামিন্দু মেন্ডিস ও কুসল পেরেরা দুজনের ব্যাট থেকেই আসে ২৩ রান। অধিনায়ক চরিথ আসালাঙ্কা করেন দলীয় সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান। বাকিদের ভেতর হাসারাঙ্গা ২২ ও দুনিথ ওয়েললাগে করেন ১১ রান।

কিউইদের পক্ষে ২০ রানে ৩টি উইকেট তুলেন নেন জাকারি ফাউলকস। এছাড়া ১টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় নিউজিল্যান্ড। দলীয় ৩১ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। দলীয় ১৬ রানে দুনিথ ওয়েললাগের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন। ব্যক্তিগত ১ রানে হাসরাঙ্গার তালুবন্দি হয়ে বিদায় নেন মার্ক চ্যাপম্যান। স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করতেই মহেশ থেকশানার লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন উইল ইয়াং।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ইনিংসে সর্বোচ্চ ৩৯ রানের পার্টনারশিপ গড়েন ইশ সোধি ও জাকারি ফাউলকস। বাকিদের ভেতর মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৭ ও ১৩ রান। ২৭ রানে অপরাজিত থাকেন ফাউলকস ও ১৬ রান আসে অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে।

লঙ্কানদের পক্ষে ২০ রানের খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন দুনিথ ওয়েললাগে। এছাড়া ২টি করে উইকেট পান নুয়ান থুশারা, ওয়ানিন্দু হাসরাঙ্গা ও মাথিশা পাথিরানা। ১টি উইকেট তুলে নেন মহেশ থেকশানা।

উল্লেখ্য, একই মাঠে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version