Site icon Jamuna Television

সন্ধান মিলেছে; সাগরে ভাসছে বঙ্গোপসাগরে নিখোঁজ সেই ১৯ জেলে

বঙ্গোপসাগরে ৪ দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রোববার (১০ নভেম্বর) সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

যোগাযোগের এক পর্যায়ে নিখোঁজ ওই জেলেরা জানিয়েছে, তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা।

নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সাথে এতোদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন নিখোঁজ সেই ১৯ জেলে। পরিবারের ধারণা, তারা উপকূল থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। এরইমধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ ১৯ জেলে জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন মাঝি। পরে তাকে অন্য একটি ট্রলারে তুলে দেয়া হয়।

একপর্যায়ে গুলিবিদ্ধ মাঝিকে দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে সেই ট্রলারে উঠে পড়ে। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল মাঝিকে বহন করা সেই ট্রলারটি চালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান।

/এমএইচ

Exit mobile version