Site icon Jamuna Television

ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি চলছে

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসানো হয়।

এসময় গণপরিবহন, মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ছাড়া ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ্য করা গেছে।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও দুষ্কৃতিকারীদের রাজধানীতে প্রবেশ রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version