Site icon Jamuna Television

সংস্কারের নামে যেন নির্বাচন বিলম্বিত না হয়: ফারুক

ফাইল ছবি।

সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে। সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না। কারণ ষড়যন্ত্র রুখতে জনপ্রতিনিধির সরকার জরুরি — এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

জয়নুল আবদিন বলেন, অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্ণ হলেও এখনো নির্বাচনের সঠিক রোডম্যাপ ঘোষণা করা হয়নি। সংস্কারের নামে নির্বাচন যাতে বিলম্বিত না হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ওয়ান ইলেভনে মাইনাস টু ফর্মুলার নামে মাইনাস ওয়ান করা হয়েছিল। লগি বৈঠার মাধ্যমে শেখ হাসিনাই ওয়ান ইলেভন সৃষ্টি করেছিল। এখন তিনি বিদায় নিলেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ মিছিল করার নামে দেশের মানুষকে একত্রিত বা দ্বিধাগ্রস্ত করতে পারবে না।

/আরএইচ

Exit mobile version