Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এস কে সিনহা স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে নেমে তিনি ব্রিসবেনেই মেয়ে সূচনা সিনহার বাসায় উঠেছেন।
শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।এর আগে রাত ১০টার দিকে বিমানবন্দরে যাওয়ার সময় হেয়ার রোডের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি। জানান, তিনি অসুস্থ নন, বিচার বিভাগের স্বার্থেই দেশের বাইরে যাচ্ছেন এবং আবারও ফিরে আসবেন।

এস কে সিনহা বলেন, একটি রায়কে কেন্দ্র করে সরকারকে ভুল বোঝানো হয়েছে। পুরো ঘটনায় তিনি বিব্রত বলেও জানান।

Exit mobile version