Site icon Jamuna Television

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ভিডিও প্রকাশ, নিহত বেড়ে ২৭

পাকিস্তানের বেলুচিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) প্রকাশিত হয় রেলস্টেশনটিতে থাকা নজরদারি ক্যামেরার এই ফুটেজ।

ভিডিওতে দেখা যায়, জনবহুল স্টেশনটিতে মানুষের ব্যস্ততার মধ্যেই হঠাৎ হয় বিস্ফোরণ। এদিকে, এই ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত হয়েছেন ৬০ জনের বেশি। যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। এখনও এর দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

উল্লেখ্য, শনিবার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রেলস্টেশনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ।

/এএম

Exit mobile version