Site icon Jamuna Television

ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছত্তিশগড়ে ৩ মাওবাদী নিহত

প্রতীকী ছবি

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে তিন মাওবাদীর। শুক্রবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুরের সীমানার উসুর-বসাগুদা এবং পামেড এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। তাতে অন্তত তিন জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানায় আনন্দবাজার পত্রিকা।

বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে এলাকাটির ঘন জঙ্গলে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) বিশেষ টিম। বেলা ১১টা নাগাদ শুরু হয় দুপক্ষের গোলাগুলি। কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে নিহত হয় ঐ তিন মাওবাদী। উদ্ধার করা হয় বেশ কয়েক রাউন্ড গুলিসহ ভারী অস্ত্র। তবে অক্ষত রয়েছে নিরাপত্তা বাহিনীর সব সদস্য।

উল্লেখ্য, ভারতে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আড়াইশ’রও বেশি মাওবাদী। গ্রেফতার হয়েছে আট শতাধিক। ভারতের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে কয়েক দশক ধরেই তৎপর চীনপন্থী মাওবাদী গেরিলা যোদ্ধারা।

/এএম

Exit mobile version