Site icon Jamuna Television

আরও শিরোপা জিততে চান মেসি

স্বদেশ আর্জেন্টিনা ও প্রিয় ক্লাব বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৩৩টি শিরোপা জিতেছেন লিওনেল মেসি। শুধু বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জেতার স্বাদটা নেয়া হয়নি এই ছোট ম্যাজিসিয়ানের। আর তাই ক্ষুধা মিটাতে জিততে চান আরও ট্রফি। শেষ পর্যন্ত ঘোষণাও দিয়ে ফেললেন এই ফুটবল তারকা।

মেসি বলেন, আমার মূখ্য লক্ষ্য আরও শিরোপা জেতা। ইতিমধ্যে আমি যেসব জিতেছি বা অর্জন করেছি, সেসব নিয়ে মোটেও সন্তুষ্ট নই। প্রতিদিন আমি ভালো করতে চাই। আজকের চেয়ে কাল ভালো করার আরও স্পৃহা থাকে আমার। আমি লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে চাই। বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টার বলেন, আমি নিজেকে এখনও সবার প্রতিযোগী হিসেবে দেখি।

মেসির বয়স হয়েছে ৩১। এসময়ে অনেকেই বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। ফর্ম পড়তির দিকে অগ্রসর হয়। সেখানে এ বয়সেও ফর্মের শীর্ষে রয়েছে মেসি। চলতি মৌসুমে তার ফর্ম ঈর্ষান্বিত করবে সমসাময়িক যেকোনো ফুটবলারকে। মাঝপথ না আসতেই ১৪ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।

Exit mobile version