Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজকে নিয়ে শঙ্কা

চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে এই সিরিজের বেশ আগেই কিছুটা দুশ্চিন্তায় পড়েছে দল।

শোনা যাচ্ছে, পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে অনুপস্থিত থাকতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। মূলত সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই এই সিরিজ মিস করতে যাচ্ছেন ফিজ। এতোমধ্যে বিসিবির কাছে ছুটি চেয়ে আবেদন করেছেন এই কাটার মাস্টার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

উল্লেখ্য, চলতি মাসের ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। এরপর সেন্ট কিটসে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওডিআইগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। দুই দিন বিরতি দিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এর ফলে এই সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার। একই কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজেও মাঠে দেখা যাবে ন্রেই উইকেটরক্ষক-ব্যাটারকে।

/এএম

Exit mobile version