Site icon Jamuna Television

রিয়ালের ইনজুরি ধাক্কা, মৌসুম শেষ মিলিতাওয়ের

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সময়টা মোটেই ভালো যাচ্ছে না তাদের। এমনিতেই খেলার মাঠে একের পর এক পরাজয়, এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে জুটেছে স্কোয়াডে ইনজুরির থাবা।

শনিবার (৯ নভেম্বর) লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে রিয়ালের ইনজুরির সংখ্যা বেড়েছে আরও। যার মধ্যে সবচেয়ে গুরুতর এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরির শিকার হন রিয়ালের ডিফেন্ডার এডার মিলিতাও। যা তাকে মাঠের বাইরে নিয়ে যাবে অন্তত নয় মাসের জন্য।

ওসাসুনার বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় মিলিতাওকে। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে। এছাড়া, আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো ও লুকাস ভাসকোয়েজও প্রথমার্ধেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। যা রিয়াল মাদ্রিদের চলমান ইনজুরি সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

গত বছরের আগস্টে মিলিতাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন। চলতি মৌসুমে এসিএল চোটে পড়া রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর সেলেসাওরা খেলবে উরুগুয়ের বিপক্ষে। আসন্ন দুই ম্যাচের জন্য রদ্রিগো ও মিলিতাওয়ের জায়গায় দলে ডাক পেয়েছেন গাব্রিয়েল মার্টিনেল্লি ও লিও অর্টিজ।

/এএম

Exit mobile version