Site icon Jamuna Television

জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার সাতটি থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার (৯ নভেম্বর) রাতে থেকে পরদিন দুপুর পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় ৭ জন, মেলান্দহ থানায় ১ জন, মাদারগঞ্জ থানায় ১ জন ও বকশীগঞ্জ থানায় ২ জন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মো. সোহেল মাহমুদ বলেন, বিভিন্ন থানায় নাশকতার মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এমএইচআর

Exit mobile version