Site icon Jamuna Television

যত বেশি দেশের সঙ্গে সম্ভব, মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার প্রক্রিয়া হুট করে বাস্তবায়ন করবে না সরকার। সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্বাচ্ছন্দ্যে উত্তরণ করা যায় এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিষয়টি দেখা হবে।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জাপান, ইন্দোনেশিয়া, ভারতের সাথে চুক্তি করা হবে। এর বাইরে আসিয়ানেও যুক্ত হবার চেষ্টা করছে বাংলাদেশ। কাজ করা হবে মালয়েশিয়ার সাথেও। উদ্যোগ নেয়া হচ্ছে আরও নতুন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার, যেখানে দেশের বাণিজ্য বাড়ানোর স্বার্থকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ হবে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা হারানো। এর ফলে, বাংলাদেশের রপ্তানি পণ্যকে ঐ সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। ফলে, ঐ সকল দেশে বাংলাদেশের রফতানি বাজার সংকোচনের সম্ভাবনা রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো, প্রধান উপদেষ্টার আন্তজার্তিক বিষয়ক বিশেষ দূত লুৎফে ইলাহী, বাণিজ্য সচিবসহ অন্যান্যরা।

/এমএইচআর

Exit mobile version