Site icon Jamuna Television

লো স্কোরিং থ্রিলারে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনলো দ. আফ্রিকা

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। রোববার (১০ নভেম্বর) পোর্ট এলিজাবেথে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১২৪ রানের মামুলি পুঁজি তোলে ভারত। জবাবে সাত উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। দলীয় ৪৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। তবে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানে ভর করে অল্প টার্গেটে সহজেই নোঙর করে তারা।

দুই ওপেনার রিকেল্টন ও হেনড্রিকসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ১৩ রান। জেরাল্ড কোয়েটজি অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের পক্ষে ১৭ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন বরুন চক্রবর্তী।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩৯ রানের সাথে আক্সার প্যাটেলের ২৭ ও তিলক ভার্মার ২০ রানের বদৌলতে ১২৪ রানে থামে সফরকারীরা। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেয় এক অঙ্কের রানে।

প্রোটিয়াদের পক্ষে পাঁচ বোলার তুলে নেন একটি করে উইকেট।

এ জয়ে জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল এইডেন মার্করামের দল। আগামী বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

/এমএইচআর

Exit mobile version