Site icon Jamuna Television

আগাম জাতের ধনেপাতায় লাভের মুখ দেখছে চাষী

লালমনিরহাটে বিভিন্ন শাক সবজির পাশাপাশি আগাম জাতের ধনেপাতা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের চাষীরা। জেলার সদর উপজেলার ধরলা নদীর চর বেষ্টিত চর বাসুরিয়া গ্রামের ৩ শতাধিক চাষী আগাম জাতের ধনেপাতা চাষ করছেন। দাম ভালো পাওয়ায় চরাঞ্চলের চাষীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

এখানকার মাটি ও আবহাওয়া কৃষি উপযোগী। তাই স্বল্প খরচে আগাম জাতের ধনেপাতা চাষ করেছেন ৩ শতাধিক চাষী। প্রতি বিঘা জমিতে ৪০ মণ ধনে পাতা উৎপাদনে খরচ হচ্ছে ৩৫ হাজার টাকা। পাইকারি হিসেবে ১০০ টাকা কেজি দরে ১ লাখ ৬০ হাজার টাকা পাচ্ছেন চাষীরা।

এই চরেই ধনেপাতা চাষাবাদে যুক্ত আছেন ৫ শতাধিক খেতমজুর। বীজ, সারসহ প্রণোদনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কৃষি বিভাগ বলছে, প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে।

এবার লালমনিরহাট জেলায় এক হাজার বিঘা জমিতে ধনে পাতা চাষ হয়েছে।

/এটিএম

Exit mobile version