Site icon Jamuna Television

বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন জাপানের বিরোধী দলের প্রধান

জাপানের বিরোধী দলের প্রধান ইউইচিরো তামাকি একজন মডেলের সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, ট্যাবলয়েড স্মার্টফ্ল্যাশ এই ঘটনার বিষয়ে রিপোর্টের পর, ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল (ডিপিপি)-র এই নেতা সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা সত্য। আমি এ বিষয় লুকানোর জন্য ক্ষমাপ্রার্থী’।

ট্যাবলয়েড স্মার্টফ্ল্যাশের তথ্য অনুযায়ী, ৫৫ বছর বয়সী তামাকি একজন ৩৯ বছর বয়সী মডেল সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি, তাকে একটি পানশালা থেকে ধূসর রঙের হুডি পরে বের হতে দেখা যায়। ঠিক ২০ মিনিট পর, ওই মডেল সেই পানশালা থেকে বের হন। এরপর দুই জন একটি নির্দিষ্ট জায়গাতে গিয়ে একসাথে গাড়িতে ওঠেন।

এই কেলেঙ্কারির পর দেশটিতে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই বিরোধী নেতা। ক্ষমতায় এলে তিনি জনগণের সাথে ধোঁকা দিবেন বলে প্রশ্ন উঠিয়েছেন অনেকে।

এমন উতপ্ত অবস্থায় সংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিলেন, কাছের মানুষের কাছে যদি সৎ থাকা না যায়, তাহলে দেশকে রক্ষা করা অসম্ভব। কারণ- বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ। তাই, তার (স্ত্রী) কথা আবার আমার মনের মধ্যে খোদাই করবো এবং দেশের সর্বোত্তম স্বার্থে এবং নীতিগুলো উপলব্ধি করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব।’

স্থানীয় সময় সোমবার, জাপানের আইনপ্রণেতারা একটি বিশেষ সংসদীয় অধিবেশনে সিদ্ধান্ত নেবেন যে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে তামাকি’র কেলেঙ্কারির পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন কিনা।

/এআই

Exit mobile version