Site icon Jamuna Television

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদ বিএনপিপন্থী আইনজীবী ফোরামের

সুইজারল্যান্ডে অন্তবতী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্টের বার ভবনের সামনে এ প্রতিবাদ সভা করেন আইনজীবীরা।

এ সময় আইনজীবীরা জানান, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসেই তিনি দেশের ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, ফ্যাসিবাদের দোসরা বিদেশের মাটিতে আসিফ নজরুলের মত সম্মানীয় ব্যক্তিদের হেনস্তা করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ম করে চলেছে। এর তীব্র নিন্দা জানান বক্তারা।

তারা আরও বলেন, যারা এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা পালানোর পথ পাবেন না। বিভিন্নভাবে যারা উস্কানি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীরা।

/এএস

Exit mobile version