Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার সঙ্গে নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন

উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন হিসেবে স্বাক্ষর করেছেন তিনি। রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তুর্ভুক্ত রয়েছে। চুক্তিতে বলা হয়, গত জুনে উত্তর কোরিয়ায় পিয়ংইয়ংয়ের সাথে এক শীর্ষ বৈঠকে মিলিত হন পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন।

সেসময় তাদের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে সশস্ত্র হামলার ক্ষেত্রে এক পক্ষকে অন্য পক্ষের সহযোগিতার জন্য এগিয়ে আসার কথা বলা হয়। চলতি সপ্তাহে, রুশ সংসদের উচ্চ কক্ষ চুক্তিটি অনুমোদন করে, নিম্নকক্ষ গত মাসেই তা অনুমোদন করেছিল। এই অনুমোদনের বিষয়টিকে পুতিন আইন হিসেবে স্বাক্ষর করেন যা আইনি প্রক্রিয়ার রূপরেখাসহ শনিবার সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে, ইউক্রনে পুরো দমে হামলা শুরুর পর এই চুক্তির ফলে মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। তাদের এই সম্পর্ক কখনই ভালো চোখে দেখে না দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র গোষ্ঠী পশ্চিমা ব্লক।

তাদের অভিযোগ হচ্ছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়েছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, তারা রাশিয়ার আক্রমনের ক্ষেত্রগুলিতে উত্তর কোরিয়ার অস্ত্রের সন্ধান পেয়েছেন।

/এআই

Exit mobile version