Site icon Jamuna Television

ইসরায়েলে ফের হুতিদের ড্রোন হামলা

আবারও ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। খবর আনাদোলু এজেন্সির।

রাজধানী তেল আবিব আর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াফায় আইডিএফ’র দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ড্রোন ছাড়াও হামলায় ব্যবহার করা হয়েছে ফিলিস্তিন-টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল।

এর আগে, ইয়েমেনের রাজধানী সা’আদা আর আমরান শহরে হুতি বিদ্রোহীদের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী। জবাবে এ হামলা করে হুতিরা।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না হামলা; বিবৃতিতে তা স্পষ্ট জানিয়েছে তারা।

/এএম

Exit mobile version