Site icon Jamuna Television

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেফতার

রাজধানীর বনানী ২৭ নম্বর রোড থেকে যুবলীগ নেতা ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলের দিকে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার। তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।

/এএম

Exit mobile version