Site icon Jamuna Television

‘পদত্যাগ করে কমালাকে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিন’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তার শেষ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কর্মকর্তা জামাল সিমন্স। তিনি বাইডেনকে পদত্যাগ করে কমালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিতে অনুরোধ করেছেন, এমনকি তা সাময়িক হলেও। খবর, এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিমন্স লেখেন, জো বাইডেন অসাধারণ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি চাইলে তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে পারেন। আর তা হলো নিজে পদত্যাগ করে কমালাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেয়া।

রোববার (১০ নভেম্বর) সিএনএনের টক শো ‘সিচুয়েশন রুম’-এ সিমন্স বলেন, জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট এবং তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনও বাকি রয়েছে, যা তিনি চাইলে পূরণ করতে পারেন। আগামী ৩০ দিনের মধ্যে তিনি পদত্যাগ করলে কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন।

উল্লেখ্য, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান ৬০ বছর বয়সী ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

/এমএইচআর

Exit mobile version