Site icon Jamuna Television

রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর তাকে কারাগারে পাঠান আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার দায়ে করা মামলায় রিমান্ড শেষে এদিন আমুকে আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির করে আমুকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আমুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আমুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ৬ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

/এনকে

Exit mobile version