Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শান্তর পরিবর্তে দলে ডাক পেলেন দীপু

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর পরিবর্তে টেস্ট দলে ডাক পেলেন শাহাদাত হোসেন দীপু। কুঁচকির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক শান্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি শাহাদাত দীপুর। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় আর বিবেচনা করা হয়নি তাকে। পাকিস্তান, ভারত ও সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও টেস্ট স্কোয়াডে ডাক পাননি এই ডান হাতি ব্যাটার।

২২ বছর বয়সী এই ব্যাটারের আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা দীপু জাতীয় দলের হয়ে ৪ টেস্টে করেছেন মাত্র ১১৮ রান। তবে উইন্ডিজ সফরে সুযোগ পেলে মিডল অর্ডারে তার ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবে টাইগাররা।
/এসআইএন

Exit mobile version