Site icon Jamuna Television

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধা‌রন সম্পাদক তানভীর মিয়াকে (২২) কু‌পিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুর সার্বজনীন মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর মিয়া ওই এলাকার বাবু শিকদারের ছেলে।

জানা‌ গেছে, রাত সাড়ে ৯টার দিকে কিছু দুর্বৃত্তরা রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশ থেকে তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হ‌য়। সেখানে অবস্থার অবন‌তি হলে উন্নত চি‌কিৎসার জন্য তাকে ফরিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ‌তি‌নি মারা যান।

রাজবাড়ীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রা‌জীব জানান, এক যুবক মৃতের ঘটনা শুনলেও হত্যার সত্যতা যাচাই করতে পারেন নি। তবে ঘটনাস্থলে থানা ও ডি‌বি পু‌লিশ পৌঁছেছে বলে জানান তিনি।

/এমএইচ

Exit mobile version