Site icon Jamuna Television

আওয়ামী লীগের দোসররা এখনও ষড়যন্ত্র করছে: খায়রুল কবির খোকন

নরসিংদী করেসপনডেন্ট:

নিজ দলের কর্মীদের রেখে শেখ হাসিনা দেশ ছাড়লেও তাদের দোসররা এখনও পালায়নি। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। মাফিয়া সরকার যেন আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে কোনঠাসা ও ধ্বংসের চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এ সময় দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশনের গঠন ও রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব সংস্কার করতে পারবে না। তাই উল্লেখযোগ্য বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

/আরএইচ

Exit mobile version