Site icon Jamuna Television

শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে, ঢামেকে ভর্তি

মেডিকেল প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় ছয় বছরের এক শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে সৎ মা সুমাইয়ার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুটির বাবা বলেন, গত বৃহস্পতিবার আমার মেয়ে প্রথমে তার দাদীর কাছে বিষয়টি জানায়। সে বলে তার সৎ মা সুমাইয়া তার বিশেষ অঙ্গে ব্যাথা দিয়েছে। পরে কোনভাবেই রক্তপাত বন্ধ না হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠায়।

তিনি আরও বলেন, এ ঘটনার পরদিন একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওইদিনই অভিযুক্ত সুমাইয়াকে পুলিশ গ্রেফতার করে।

শিশুটির চাচা জানায়, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তার কাছ থেকে পুরো ঘটনাটি ভালোভাবে জানতে পারে।

ভুক্তভোগী শিশুটি জানায়, সন্ধায় ঘুমানো অবস্থায় তার প্যান্টের ভিতর তেলাপোকা ঢুকেছে বলে তার মা তাকে ব্যাথা দিয়েছে।

তবে শিশুটির সৎ মা কারাগারে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, টাঙ্গাইলের কালিহাতী এলাকা হতে রক্তাক্ত অবস্থায় ছয় বছরের শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষয়টি টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশকে জানানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version