Site icon Jamuna Television

ভিনদেশে থেকেই বাংলা ভাষা রপ্ত করেছেন দক্ষিণ আফ্রিকার যুবক ‘মহিন’

শুধু গান নয়, পুরো বাংলা ভাষাই রপ্ত করেছেন দক্ষিণ আফ্রিকার পুমালাঙা প্রদেশের স্যামকালো। প্রবাসী বাংলাদেশিরা ভালোবেসে তার নাম দিয়েছেন মহিন।

মাত্র ৯ বছর বয়সে বাংলা ভাষার হাতেখড়ি মহিনের। পুরো ভাষা রপ্ত করতে তার সময় লেগেছে ২২ বছর। বাংলাদেশিদের আন্তরিকতা আর সততা মুগ্ধ করেছে মহিনকে। সেই টানেই শিখেছেন বাংলা। জীবনযাপনেও রয়েছে বাংলাদেশি আচরণের ছোঁয়া।

ভালোবাসার টানেই ৩১ বছর বয়সী এই যুবক দেখতে চান বাংলাদেশ। সেই সাথে, থাকতে চান এখানকার মানুষের মাঝেই। আপন করে নিতে চান বাংলার আকাশ, বাতাস আর মাটিকে।

মহিনের বাংলা বলায় রীতিমতো মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার ব্যাপক পরিচিতি। মহিনের বাংলা ভাষা রপ্তের মূল কারিগর দক্ষিণ আফ্রিকা নিবাসী নোয়াখালী জেলার মামুন।

খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও, ২০১৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন মহিন। জন্মসূত্রে আফ্রিকান হলেও মহিন অনুসরণ করেন বাংলাদেশের সংস্কৃতি।

/এআই

Exit mobile version