Site icon Jamuna Television

চাঁদপুর-৪ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার নামে মনোনয়নের চিঠি পাঠানো হয়।

অন্যদিকে একই আসনে এর আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড. শামসুল হক ভূঁইয়াকে। ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকার কারণে ড. শামসুল হক নির্বাচনে অংশ নিতে পারছেন না।

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের ২০১৭-২০১৮ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শফিকুর রহমান।

Exit mobile version