Site icon Jamuna Television

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিম খাবারের জন্য ‘প্রি-বুক’ বাধ্যতামূলক

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল বা ‘মুসলিম খাবারের’ জন্য অর্ডার করতে হবে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খাবারগুলোর সাথে দেয়া হবে হালাল সার্টিফিকেট। পূর্বে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত। কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। যদিও তখন ‘হিন্দু মিলে’ গরু এবং শূকরের মাংসের ব্যবস্থাও থাকত।

এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসেবে হালাল খাবার (মুসলিম খাবার) প্রি-বুক করতে পারবেন। এই খাবারে এমওএমএল নামে বিশেষ স্টিকার থাকবে।

নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে, সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

/এআই

Exit mobile version