Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো

মাত্র ২২ বছর বয়সেই মারা গেলেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো। সড়ক দুর্ঘটনায় পরপারে পাড়ি জমান এই তরুণ ফুটবলার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন।

জানা যায়, গত ৭ অক্টোবর গাড়ি দুর্ঘটনার পর মূমুর্ষ অবস্থায় তাকে নেয়া হয় হাসপাতালে। মাথা ও ফুসফুসে গুরুতর আঘাত পান আনগুলো। এক মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর ইকুয়েডরের রাজধানী কিটোর একটি হাসপাতালে সোমবার রাতে মারা যান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় আনগুলোর। খেলেছেন দুই ম্যাচ। একই দুর্ঘটনায় আহত হয়ে মারা যান আনগুলোর বয়সভিত্তিক দলের সাবেক সতীর্থ রবার্তো কাবেজাসও।
/এসআইএন

Exit mobile version