Site icon Jamuna Television

যশোরে মাদকের টাকা যোগাতে নারীর হাতে শিশু হত্যা

যশোরে মাদকের টাকা জোটাতে সাদিয়া খাতুন নামের এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত এক নারী। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) ঝিকরগাছার মাটিকোমরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় সাদিয়া। অনেক খোজাখুজির পরও না পেয়ে থানায় অভিযোগ করে তার বাবা। এরপর পুলিশ সন্দেহভাজন হিসাবে একই গ্রামের চম্পা খাতুনকে আটক করলে সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে সে।

আটক চম্পা খাতুন জানান, মাদকের টাকা যোগাড় করতে সাদিয়াকে হত্যার পর তার কানের স্বর্ণের দুল বিক্রি করে দেন তিনি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী এক বাগান থেকে উদ্ধার করা হয় সাদিয়ার মরদেহ।

/এমএইচ

Exit mobile version